Gulshan-edঢাকা: গুলশানের হলি আর্টিজানে হামলার পর থেকেই গুলশান-বনানী এলাকায় বন্ধ রয়েছে গণপরিবহনের চলাচল। এ কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এসব এলাকার হাজার হাজার কর্মজীবীকে। অফিসগামীদের বাধ্য হয়েই হাঁটতে হচ্ছে অনেকটা পথ।

দুর্ভোগের কথা স্বীকার করে পুলিশ বলছে, উত্তর সিটি কর্পোরেশনের সহায়তার শুধু এসব এলাকার জন্য বিশেষ বাস ও রিক্সা নামানো হবে বুধবারে।

হামলার পরপরই সিএনজি অটোগুলো এসব এলাকায় ঢুকতে না পারলেও এখন তল্লাশির পর সেগুলোকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। আর এতেই তাদের পোয়া বারো। সিএনজিগুলো যাত্রী টানছে গুলশান বনানী এলাকায়।

এমনকি প্রাইভেট কারের চালকেরা মালিককে কর্মস্থলে নামিয়ে যাত্রী পরিবহন করছে ইচ্ছামতো। নিরাপত্তার স্বার্থে গুলশানে গণপরিবহন নিষিদ্ধ করাকে সাধুবাদ জানালেও মানুষ চায় বিকল্প উপায়। অবশ্য কর্তৃপক্ষ গুলশান এলাকায় বিশেষ বাস নামানোর ঘোষণা দিলেও সেই আশ্বাস এখনও আলোর মুখ দেখেনি।

এসব এলাকার জন্য ৩০টি এসি বাস ও শুধু কূটনৈতিক পাড়ার জন্য ৫শ’ রিক্সা নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাসগুলো চলবে পুলিশ প্লাজা থেকে গুলশান-২ ও কাকলী মোড় থেকে নতুন বাজার এই দুই রুটে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here