weশিপুফরাজী, ভোলা দক্ষিণ প্রতিনিধি :: চরফ্যাশনে স্কুল ব্যাংকিং কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে অগ্রণী ব্যাংক শশীভূষণ শাখার উদ্যোগে শিক্ষার্থীদের হিসেব খোলার অনুষ্ঠানে আয়োজন করা হয়।

আজ রোববার শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ৮০ জন শিক্ষার্থীর হিসেবে খোলার মধ্যদিয়ে এ অঞ্চলে স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরু করা হয়েছে। অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের উপ-মহা ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান শিক্ষার্থীদের হাতে হিসেবের প্রমাণপত্র তুলে দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. জামাল উদ্দিন. সিনিয়র অফিসার ইমতিয়াজ আহমেদ, শিক্ষার্থী তানিয়া বক্তব্য রাখেন।

উপ-মহাব্যবস’াপক মো. হাবিবুর রহমান বলেছেন, সঞ্চয়ের অভ্যাস গড়ে সমৃদ্ধ জীবনের পথে এগিয়ে যেতে শিক্ষার্থীদের অনুপ্রাণীত করতে স্বুল ব্যাংকিং কার্যক্রম উত্তম ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে ৬ থেকে ১৮বছরের নীচে আগ্রহী সব শিক্ষার্থীকে এই স্কুল ব্যাংকিং কার্যক্রমের আওতায় আনা হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here