জেলা প্রতিনিধি
ইউনাইটেডনিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রোববার শহীদ বুদ্ধিজীবী দিবসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষ ভয়াবহ সংঘর্ষে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে।

নিহত ছাত্রলীগ কর্মীর নাম তাপস রায়। সে সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

হাট হাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে আরও অন্তত পাঁচজন। আহতদের  বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুরের  কথা-কাটাকাটিকে কেন্দ্র করে ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক দুটি সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষ গুলি ছোড়ে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

এর আগে গত মাসেও ছাত্রলীগের দুই গ্রুপ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। তখন প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফরে গেলে মহানগর নেতাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মতভেদ দুর করার জন্য নির্দেশ দিয়েছিলেন। এর এক মাসের মধ্যে আবারও নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ল সরকার সমর্থক ছাত্র সংগঠনটি।

 

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here