৩৬ ঘন্টা পর বিদ্যুতএনামুল হক কাশেমী, বান্দরবান প্রতিনিধি :: প্রায় ৩৬ ঘন্টা পর বান্দরবান জেলা শহরে বিশেষ ব্যবস্থায় বিদ্যুত সরবরাহ চালু হলেও ঘূর্ণিঝড়‘মোরা’র প্রভাবে গত মংগলবার ভোররাতে বিধস্ত প্রায় ১ হাজার ৫শ’ বসতবাড়ির প্রায় ৩ হাজার পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে।

এসব পরিবার খোলা আকাশের নিচে চরম অমানবিক অবস্থায় দিন কাটাচ্ছেন। বুধবার বিকেল পর্যন্ত থেমে থেমে মাঝারি বৃষ্টি হচ্ছিল। আকাশে ভারী মেঘ জমে আছে।

স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসন কর্মকর্তারা জানান, গত মংগলবার ভোররাতে ঘূর্ণিঝড় মোরার প্রভাবে কক্সবাজারের পার্শবর্তী জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, লামা, আলীকদম, রুমা, রোয়াংছড়ি, থানছি এবং বান্দরবান সদর উপজেলায় বিক্ষিপ্তভাবে প্রায় ১ হাজার ৫শ’ ঘরবাড়ি বিধস্ত হয়েছে।

বিপুল পরিমাণ ফলজ ও বনজ গাছ-পালা ভেংগে পড়েছে। তারসহ বেশকটি বিদ্যুত খূঁটি ভেংগে পড়ায় জেলায় মংগলবার ভোররাত থেকেই টানা ৩৬ ঘন্টা বিদ্যুত সরবরাহ বন্ধ থাকে। তবে বুধবার বিকেল ৪টা নাগাদ জেলা শহরের কিছু এলাকায় বিদ্যুত সরবরাহ পুনরায় চালু হয়। বিদ্যুত বন্ধ থাকা অবস্থায় মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি অচল হয়ে পড়ে।

বিদ্যুত বিতরণ বিভাগ সুত্র বুধবার বিকেলে জানায়, লামা, নাইক্ষ্যংছড়ি এবং আলীকদম উপজেলায় বিদ্যুত সরবরাহ ব্যবস্থা চালু হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। গাছ-পালা ভেংগে পড়ে জেলার অভ্যন্তরীণ সড়কসমুহে যানবাহন চলাচল গত ২দিন ধরেই বন্ধ রয়েছে। তবে সওজ বিভাগ ও প্রশাসন থেকে সড়কের ওপর বিধস্ত গাছপালা অপসারণে কাজ চলছে বলে জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here