ঘুষের প্রমাণ পেলে রাশিয়া-কাতারের বিশ্বকাপ বাতিলডেস্ক নিউজ :: অর্থের বিনিময়ে রাশিয়া ও কাতার বিশ্বকাপের আয়োজক দেশ হয়েছিল বলে যে অভিযোগ ও উঠেছে, যদি সেই অভিযোগ প্রমাণিত হয় তাহলে দেশ দুটির বিশ্বকাপ আয়োজনের অধিকার হারাতে পারে বলে সতর্ক করে দিয়েছেন ফিফার একজন কর্মকর্তা।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার অডিট ও কমপ্লায়েন্স-এর প্রধান ডোমেনিকো স্কালা স্বীকার করেছেন, ফিফা কর্তাদের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে সেই বিষয়ে কোনো তথ্য প্রমাণ এখনো তিনি দেখতে পাননি।

তবে, এই বিষয়ে প্রমাণাদি পাওয়া গেলে রাশিয়া ও কাতার এর কাছ থেকে বিশ্বকাপের দায়িত্ব সরিয়ে নেয়া হবে বলেও জানিয়েছেন ।

সুইজারল্যান্ডের একটি সংবাদপত্র-কে দেয়া সাক্ষাতকারে তিনি বলছেন, আয়োজক হতে দেশ দুটি ভোটারদের টাকা দিয়েছিল, এরকম তথ্যপ্রমাণ পাওয়া গেলে অবশ্যই আয়োজন বাতিল করা হবে।

২০১৮ বিশ্বকাপের জন্য রাশিয়া এবং ২০২২-এর জন্য কাতার-কে দায়িত্ব দেয়া হয়েছিল।
ফিফার অনেক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে

বিশ্বকাপের আয়োজক বাছাইয়ে যে নিলাম ডাকা হয়েছিল, সেখানে অর্থের বিনিময়ে ভোট কিনে রাশিয়া ও কাতার আয়োজক দেশ হিসেবে দায়িত্ব পায় বলে অভিযোগ ওঠে। এরপরই ওই অভিযোগ তদন্ত করতে শুরু করে মার্কিন আইনজীবী ও গোয়েন্দারা।

আর সেই অভিযোগের প্রেক্ষিতেই ফিফার সাত জন উচ্চপদস্থ কর্মকর্তাকে গত মাসেই গ্রেফতার করেছে সুইজারল্যান্ডের পুলিশ।

এসব অভিযোগের মধ্যেই পুনরায় ফিফার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সেপ ব্লাটার, যিনি ১৯৯৮ সাল থেকেই এই পদে রয়েছে।

তবে নির্বাচনের চারদিনের মাথায় ব্যাপক সমালোচনার মুখে থাকা মি. ব্লাটার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
-বিবিসি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here