ঘুমানোর জন্য সমালোচিত হন? আপনার কানে কানে শোনানো হয় প্রাচীন প্রবাদ, যে ঘুমিয়ে থাকে, তার ভাগ্যও ঘুমিয়ে থাকে?

তাহলে আপনার জানা উচিত, আপনি ঘুমালেও আপনার ভাগ্য কিন্তু ঘুমায় না। ভারতীয় জ্যোতিষ শাস্ত্র মতে ঘুম এমন এক ক্রিয়া, যখন আপনি অতি নিশ্চিতভাবে সৌভাগ্যের কাছাকাছি পৌঁছে যান।

বৈদিক জ্যোতিষ শাস্ত্র জানাচ্ছে, ঘুমন্ত মানুষের মধ্যে সৌভাগ্যকে জাগানোর শক্তি সঞ্চারিত হয়। কেবল কতগুলো নিয়ম পালন করতে হবে আপনাকে।

দেখা যাক, কী নিয়মের কথা বলছেন জ্যোতিষ?

আপনার খাটে বেডসাইড টেবিল থাকলে তাতে একটি পাত্র রাখুন। এবং সেখানে ইচ্ছে হলে কোনো গাছ রাখতে পারেন। পাত্রটি পিতল বা ব্রোঞ্জের হলে ভাল হয়।

ঘুমাতে যাওয়ার আগে খুব ভাল করে পা ধোয়ার কথা জানাচ্ছে জ্যোতিষ শাস্ত্র। যদি গরম পানিতে নারকেল তেল ও কর্পূর মিশিয়ে পা ধোয়া যায়, তাহলে তা বিশেষ কার্যকর। এতে স্নায়ু শান্ত হয়। অন্তরের শক্তিকে বৃদ্ধি করতে এই ক্রিয়ার কোনো জুড়ি নেই।

যে বিছানায় ঘুমান, তাতে বসে কোনো খাবার খাবেন না। এতে দুর্ভাগ্য ত্বরান্বিত হয়।

রাতে ঘুমানোর আগে এক কাপ গ্রিন টি খাওয়া অভ্যাস করুন। এতেও পজিটিভ এনার্জি বাড়ে। দুর্ভাগ্য দূর হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here