বাংলা প্রেস, নিউ ইয়র্ক থেকে :: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় লেখা অনেক কালজয়ী গানের স্রষ্টা ও মুক্তিযুদ্ধের সহযোদ্ধা প্রখ্যাত গীতিকার গোবিন্দ হালদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা। গত শনিবার নিউ ইয়র্কের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা এক বিবৃতিতে উল্লেখ করেন মহান মুক্তিযুদ্ধের এই মরমী সহযোদ্ধা গোবিন্দ হালদার তাঁর অবিস্মরনীয় কথামালা দিয়ে যেভাবে দেশের মানুষকে উৎসাহিত করেছেন বাঙালিরা কোনদিন ভুলবে না। তাঁর লেখা গানের কথায় একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য মানুষ আরও বেশি উৎসাহিত হয়েছিল। তাঁর মৃত্যুতে দেশ আজ এক মহান ব্যক্তিকে হারাল। তিনি তাঁর হৃদয়ের সব ভালবাসাটুকু দিয়ে গেলেন সকল বাঙালিদের জন্য। তাঁকে আজীবন স্মরণ রাখবে দেশের মানুষ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস। বিবৃতিদাতারা হলেন বাকসু’র সাবেক জিএস মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, সাবেক ছাএনেতা ও সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন, আওয়ামী লীগ নেতা ইঞ্জি: আশরাফুল হক, মুক্তিযোদ্ধা কমাঃ নূরুন নবী, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ড. আবদুল বাতেন, মুক্তিযোদ্ধা কামরুল হাসান চৌধুরী, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু, সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, যুক্তরাষ্ট্র জাসদ সভাপিত মোঃ মোসাব্বির ও সাধারণ সম্পাদক নূরে আলম জিকু মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, মুক্তিযোদ্ধা সাঈদুর রহমান, মুক্তিযোদ্ধা আলাউউদ্দিন, মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দীক, মুক্তিযোদ্ধা শেখ নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আইরিন পারভিন, শাহীন আজমল, জাকারিয়া চৌধূরী, আবুল খায়ের, হিরু র্ভূইয়া, ইঞ্জিনিয়ার খন্দকার গিয়াসউদ্দিন, শাহাদৎ হোসন, জসিম খান মিঠু, মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন মঞ্চের সাধারন সম্পাদক শরাফ সরকার ও সাংবাদিক হাকিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য দীর্ঘ রোগভোগের পর গত ১৭ জানুয়ারি শনিবার কলকাতার একটি হাসপাতালে ৮৬ বছর বয়সে গোবিন্দ হালদারের মৃত্যু হয়। কলকাতার নিমতলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তিনি রচনা করেছিলেন আবেগপূর্ণ, সংগ্রামী জনগণের ব্যাকুল মনের ও অকুতোভয় সাহসের বিজয়গাথা কয়েকটি তাৎপর্যপূর্ণ গান। এর মধ্যে ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি,মোরা একটি মুখের হাসির জন্য যুদ্ধ করি, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না’ ইত্যাদি সকল বাঙালির হৃদয়ে আজও অম্লান হয়ে আছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here