Savswiস্পোর্টস ডেস্ক :: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে শুক্রবার মুুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে প্রোটিয়াসরা ১৬৫ রান সংগ্রহ করে। গেইলের ঝোড়ো ইনিংসে ভর করে ৬ উইকেট হারিয়ে ৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবীয়রা। এ জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

 

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডু প্লেসিস। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান আসে রিলে রসৌর ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন ডু প্লেসিস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেলডন কটরেল ২টি উইকেট নেন।

 

১৬৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম উইকেট জুটিতে ডোয়াইন স্মিথ ও ক্রিস গেইল মিলে ৩৭ বলে ৭৮ রানের জুটি গড়েন। এরপর স্মিথ ২০ রানে আউট হলেও গেইল মাত্র ৩১ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলে জয়ের কাজটি সহজ করে দিয়ে আসেন। তার এই ইনিংসে ৫টি চার ও ৮টি ছক্কার মার ছিল। ৭৭ রান করেই গেইল আউট হন। এরপর স্বাগতিকরা দ্রুত ওয়েস্ট ইন্ডিজের আরো চারটি উইকেট তুলে নিলেও জয় বঞ্চিত করতে পারেনি সফরকারীদের।

 

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে ইমরান তাহির সর্বোচ্চ ৩টি উইকেট নেন। ব্যাট হাতে ঝড় তুলে ম্যাচসেরা নির্বাচিত হন গেইল।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here