Anindoষ্টাফ রিপোর্টার ::  বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন ‘গুগল’-এর হেড কোয়ার্টারে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনিন্দ্য মজুমদার। শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনিন্দ্য বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (৪০তম ব্যাচ) চতুর্থ বর্ষের ছাত্র ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. অজিত কুমার মজুমদারের পুত্র।

এ বছরের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউনটেইনভিউ-এ অবস্থিত গুগলের হেড অফিসে তার যোগদান করার কথা রয়েছে। অনিন্দ্যর এ গৌরবময় চাকরি লাভে বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রাম কনটেস্ট (আইসিপিসি)-এর আঞ্চলিক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাধিক ধাপবিশিষ্ট বার্ষিক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক এ প্রতিযোগিতায় ২৫০টি দলের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনিন্দ্য মজুমদারসহ তিনজনের দলটি দ্বিতীয় স্থান অধিকার করে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here