গাজীপুর: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার গাজীপুরে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল চলবে।

সোমবার রাতে জেলা বিএনপির এক যৌথ সভায় এ হরতালের সিদ্ধান্ত নেয় জেলা বিএনপি।

এদিকে কালীগঞ্জে সকালে ১৮ দলের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় মিছিল থেকে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে পার্কিং করা ৫টি যানবাহন ও একটি পুলিশের পিকআপ ভ্যানে ভাঙচুর চালায়। পরে পুলিশ ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

এছাড়া একই সময় টঙ্গীর কলেজ এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে ১৮ দলের নেতাকর্মীরা। পরে পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

১৮ দলের ডাকা অবরোধে গাজীপুর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে জেলা শহরে ছোট ছোট যানবাহন চলাচল করছে।

এদিকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক ডা. মাজহারুল আলম জানান, ব্রিগেডিয়ার হান্নান শাহ্ গাজীপুরের সন্তান। তাকে সরকার অন্যায়ভাবে আটক করেছে। এ ঘটনার প্রতিবাদে ওই সভায় জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছেন।

উল্লেখ্য, নির্বাচনের তফসিল ঘোষণার পর জাপানী রাষ্ট্রদূতের বাসায় নৈশভোজে অংশগ্রহণ শেষে ফেরার পথে হান্নান শাহকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here