ইসরাইল গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজের ২৭ ত্রাণকর্মীর ২১ জনকে আটক করেছে।তাদের জাহাজ থেকে একটি কারাগারে পাঠানো হয়েছে। ইসরাইলের একজন কর্মকর্তা আজ বলেছেন,অপর ছয় ত্রাণকর্মীকে ছেড়ে দেয়া হয়েছে এবং তারা ইসরাইল ত্যাগ করেছে। গতকাল দখলদার নৌ বাহিনী ত্রাণবাহী দুটি জাহাজকে আটক করে ইসরাইলের একটি বন্দরে নিয়ে যায়। ৩০ হাজার ডলার মূল্যের ওষুধ ও ২৭ জন ত্রাণকর্মীকে নিয়ে জাহাজ দু’টি গত বুধবার তুরস্ক থেকে গাজা অভিমুখে যাত্রা শুরু করেছিল।ত্রাণকর্মী আমজাদ শাওয়া বলেছেন,ইসরাইল ত্রাণবাহী জাহাজ আটকে দিলেও অবরোধ ভাঙতে তাদের তৎপরতা অব্যাহত থাকবে।
গত বছর ইসরাইলি বাহিনী গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে হামলা চালিয়ে নয় তুর্কি ত্রাণকর্মীকে হত্যা করে। ইসরাইল প্রায় ৫ বছর ধরে গাজা অবরোধ করে রেখেছে। গাজার মানুষের কাছে ওষুধসহ কোন ধরনের পণ্যসামগ্রী সরবরাহের অনুমতি দেয়া হচ্ছে না। গাজা অবরোধ ভাঙতে আন্তর্জাতিক ত্রাণকর্মীরা দীর্ঘ দিন ধরে চেষ্টা চালিয়ে আসছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here