আকতার হোসেন, অপূর্ব নাটোর

নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীখন্ডী গ্রামের হানিফ প্রামাণিকের একটি খেজুর গাছে দাঁড়ানো মানুষের মুখাবয়বসহ হালকা ছবি দেখা যাচ্ছে। অলৌকিক এই ছবিটি একনজর দেখার জন্য হাজার হাজার উৎসুক মানুষ সেখানে ভীড় জমাচ্ছেন। গাছের মালিক হানিফ আলী জানান, রোববার দুপুরে তিনি রস সংগ্রহের জন্য গাছের মাথায় ওঠেন। এ সময় তিনি গাছের মাথা থেকে একটি ডাগুর (ডাল) কাটল্লে তার নিচের জালের মত অংশে মানব আকৃতির একটি ছবি দেখতে পান।
তারপরে তিনি গাছের ডাগুর আর না কেটে গাছ থেকে নেমে আসেন এবং বিষয়টি অন্যদের জানান। গাছটির বয়স প্রায় ৭ বছর এবং উচ্চতা প্রায় ৮ ফুট। স’ানীয় আব্দুল বারী নামে এক কৃষক জানান, চিত্রটি দেখতে অনেকটা প্রাচীনকালের সম্রাটদের মত। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ এ দৃশ্য এক নজর দেখার জন্য ভিড় জমাচ্ছেন। এর পর থেকেই এই এলাকাটি মানুষের পদচারণায় মুখর হয়ে আছে। জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ বলেন, বিষয়টি আমি শুনেছি।
অনেকেই দেখতে যাচ্ছেন তবে ব্যস-তার কারণে আমি এখনও দেখতে যেতে পারিনি। বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here