jaill201খুলনা: খুলনায় অস্ত্র মামলায় ইব্রাহিম শেখ (৪২) নামের এক চরমপন্থিকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি ইব্রাহিম শেখ আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামি ইব্রাহিম রূপসা উপজেলার রামনগর গ্রামের মো. আবুল শেখের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

রায়ে ১৯৭৮ সালের ১৯/এ ধারায় ১০ বছর ও ১৯/এফ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উভয় দণ্ড একই সঙ্গে চলবে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৪ এপ্রিল রাতে রূপসা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দক্ষিণ নন্দনপুর গ্রামের হাবিবুর রহমানের বাগান বাড়িতে চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এম-এল) কয়েকজন সশস্ত্র ক্যাডার গোপন বৈঠক করছে। রাত পৌনে ১টার দিকে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়।

এ সময় অন্যরা পালিয়ে গেলেও ইব্রাহিম শেখকে পুলিশ আটক করে। পরে ইব্রাহিমের স্বীকারোক্তি অনুযায়ী বাগান বাড়ির পাশ থেকে একটি দেশি তৈরি পাইপগান, এক রাউন্ড তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিন রাতেই এসআই আসাদুজ্জামান রূপসা থানায় মামলা দায়ের করেন। ওই বছরের ১৯ মে রূপসা থানার এসআই আব্দুল করিম ইব্রাহিম শেখকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here