চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচন দেশে বা বিদেশে গ্রহণযোগ্য হবে না। তাই সরকারের উচিত তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ইস্কাটনে লেডিসক্লাবে সকল স্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়া বলেন, দেশের মানুষ ভালো নেই। আইনশৃঙ্খলার পরিস্থিতি ও ভালো না।

বিএনপি চেয়ারপারসন প্রথমে বিভিন্ন দেশের কূটনৈতিক পরে দেশের বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দেলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় কূটনৈতিক কোরের ডিন ফিলিস্তিনের রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ, সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ নাসের আল বুশাইরি, ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন, ভারতের ডেপুটি হাই কমিশনার সঞ্জয় ভট্টাচার্যসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বিশিস্ট ব্যক্তিদের মধ্যে এফবিসিসিআইর সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি আনিসুল হক, বিজিএমইর সভাপতি শফিকুল ইসলাম মহিউদ্দিন, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, ঢাকা চেম্বারের হায়দার আলী প্রমুখ।

এরপর বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিএনপির নেতাকর্মীসহ ও সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, ড. আর এ গনি, ড. মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন প্রমুখ।

অন্যান্য রাজনৈতিক নেতাদের মধ্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ব্যারিস্টার আবদুর রাজ্জাক, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইবরাহিম বীর প্রতীক, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের যুগ্ম-মহাসচিব আবদুল্লাহ মো. হাসান প্রমুখ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here