খাগড়াছড়ির মানিকছড়িতে একই স্থানে দুইটি বিবাদমান সংগঠন সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

পার্বত্য শান্তিচুক্তির ১৪তম বর্ষপূর্তি উপলক্ষে চুক্তির পক্ষের জনসংহতি সমিতি এবং চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ একইস্থানে সমাবেশ আহ্বান করে।

বিবাদমান দুটি সংগঠনের মধ্যে সঙ্ঘাত এড়াতে স্থানীয় প্রশাসন মানিকছড়িতে সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে। সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তা বলবৎ থাকবে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলম জানান, দুটি বিবাদমান পক্ষ একইস্থানে সমাবেশ আহ্বান করায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল ১১টা হতে বিকেল পাঁচটা পর্যন্ত ওই স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

অবশ্য খাগড়াছড়ি ও চট্টগ্রাম মহাসড়ক ১৪৪ ধারার আওতামুক্ত থাকবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, জনসংহতি সমিতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) সরকারের সঙ্গে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরের পর এর বিরোধিতা করে পাহাড়ে  গড়ে ওঠে আরেকটি সংগঠন ইউনাইডেট পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

এরপর দুটি দলের বিরোধে পাহাড়ে প্রায়শই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। গত মে, জুন ও আগস্ট মাসেও জেএসএস ও ইউপিডিএফ সংগঠন দুটির মধ্যে পাল্টাপাল্টি হামলায় কমপক্ষে ছয় জন নিহত হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/খাগড়াছড়ি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here