ক্ষতিপুরণসহ পূর্ণবহালের দাবীতে মানববন্ধন-প্রধানমন্ত্রীকে স্মারকলিপিআল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি:: পার্বত্য জেলায় শান্তিবাহিনীর বাঙ্গালী গণহত্যাসহ নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে খাগড়াছড়ির জেলাধীন দীঘিনালা উপজেলার বাবুছড়া সোনা মিয়ার টিলা থেকে ১৯৮৬-৮৭ সালে উচ্ছেদকৃত ৮১২টি বাঙ্গালী পরিবারের ক্ষতিপুরণসহ পূর্ণবহালের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন কর্সসূচী পালন করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।

সংগঠনটির খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিনের সভাপতিত্বে রবিবার সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্ত্বরে এ মানববন্ধনশেষে সংগঠনটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রেরণ করে।

খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শাখার সভাপতি ইব্রাহীম খলিল এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা,দীঘিনালাসোনা মিয়া টিলা ভূমি রক্ষা কমিটির সভাপতি আ: মালেক,সহ-সভাপতি নাছির,সহ-সাধারণ সম্পাদক দুলাল প্রমূখ।

মানববন্ধনে বক্তরা বলেন, পাহাড়ে বিরাজমান পরিস্থিতির কারণে নিরাপত্তার দোহায় দিয়ে ৮১২টি পরিবারের নামে বন্দোবস্তিকৃত ৩২৪৮ একর জায়গায় বসতবাড়ি ও চাষাবাজ করে আসছিল। ১৯৮৬-৮৬ সালে শান্তিবাহিনীর অত্যাচারের ফলে অগণিত বাঙ্গালী প্রাঁণ হারানোর পর নিরাপত্তার কারণ দেখিয়ে সংঘর্ষ থেকে গেলে পূর্ণবহালের প্রতিশ্রুতিতে তাদের উচ্ছেদ করে।

২০০৭ সালে নিজেদের চেষ্টায়সে জায়গায় আবার ঘর-বাড়ি নির্মাণ করলে তা প্রশাসনজোর পূর্বক নিরাপত্তার কারণ দেখিয়ে প্রত্যাহার করিয়ে নেয়। বর্তমানে দীর্ঘ ৩১ বছর পর পরিবারগুলো জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে জায়গা সংকলন ও কর্মসংস্থানের অভাবে অর্ধহারে অনাহারে দিনযাপন করছে।

ইতিমধ্যে সে জায়গায় উপজাতীরা জায়গা-জমি দখল করে বাগান-বাগিচা,ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করছে বলে অভিযোগ করেন। এ নিয়ে সংগঠনটি ৪দফা দাবী তুলে ধরে তা বাস্তবায়নে জন্য সরকারের কাছেদোর দাবী জানিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে অনুলিপিসহজেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রেরণ করে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here