কেশবপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অভিষেক অনুষ্ঠিতজাহিদ আবেদীন বাবু, কেশবপুর(যশোর) প্রতিনিধি :: যশোরের কেশবপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অভিষেক অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্রবার সকাল ১১ টায় শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেশবপুর উপজেলার শাখার সভাপতি অধ্যাপক অসিত কুমার মোদকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও আর্ন্তজাতিক অপরাধ ট্রাব্র্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেশবপুর উপজেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মিত্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৫ আসনের সংসদ সদস্য হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যশোর জেলার সভাপতি স্বপন ভট্টাচার্য, উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যশোর জেলার সাধারন সম্পাদক কাউন্সিলর সন্তোষ দত্ত।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, জেলা পরিষদ সদস্য হাসান সাদেক, উপজেলা ভাইস চেয়ারম্যান নাছিমা সাদেক, জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, ওয়ার্কাস পার্টির নেতা এ্যাড.আবু বক্কর সিদ্দিকী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, অধ্যাপক কানাই লাল ভট্টাচার্য প্রমুখ।

অভিষেক অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য রবিনসন আর বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা যুগ্ম সাধারন সম্পাদক তপন ঘোষাল, যুগ্ম সাধারন জয়ন্ত দেব, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেশবপুর উপজেলা শাখার উপদেষ্টা তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, উৃপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠান শুরু আগে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সাদেক অডিটোরিয়ামে এসে শেষ হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here