জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) প্রতিনিধি :: কেশবপুর উপজেলার উপর দিয়ে বুধবার সন্ধ্যায় বয়ে যাওয়া ঝড় আর প্রচন্ড শিলা বৃষ্টিতে আম, লিচু, পিয়াজ, গম, মুসূরসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে । ঝড়ে ভেঙ্গে গেছে নানা প্রজাতির গাছ ।

প্রচন্ড শিলার আঘাতে ছিদ্র হয়ে গেছে ঘরের চালার টিন, ভেঙ্গে গেছে ঘরের চালের খোলা ।

বৃষ্টির মধ্যে পেড়া প্রতিটি শিলার ওজন ১শত গ্রাম ১৫০ গ্রাম। পেৌর এলাকার হাবাসপোল গ্রামের কৃষক আব্দুস শহীদ জানান, শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ।

কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন জানান, ঝড় আর প্রচন্ড শিলা বৃষ্টিতে তার ইউনিয়নের মধ্যকুল, ব্যাসডাঙ্গা, মুলগ্রাম সহ বিভিন্ন গ্রামে আম, লিচু, পিয়াজ, গম, মুসূর, গমের ব্যাপক ক্ষতি হয়েছে ।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here