কেশবপুরকেশবপুরে ভিক্ষুকদের সাথে মতবিনিময় সভা

জাহিদ আবেদীন বাবু,কেশবপুর (যশোর) প্রতিনিধি :: কেশবপুরে সরকারি কর্মসূচির আলোকে যশোরের কেশবপুর উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণার লক্ষ্যে বুধবার (২ নভেম্বর) বিকেলে ভিক্ষুকদের সাথে মতবিনিময় করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শরিফ রায়হান কবিরের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, ভিক্ষুক আবেজান বিবি, জয়নাল গাজী, শরিফা বিবি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) লিটন আলী, মজিদপুর ইউপি চেয়ারম্যান আবু বকর আবু, হাসানপুর ইউপি চেয়ারম্যান জুলমত আলী প্রমুখ। সভা শেষে ভিক্ষুকদের মাঝে চাউল বিতরণ করা হয়। ইউএন শরীফ রায়হান কবির জানান, এ উপজেলার তালিকাভুক্ত ৩৬৫ জন ভিক্ষুকের পুনর্বাসনের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারি ও জনপ্রতিনিধিদের এক দিনের বেতনের টাকা নিয়ে একটি ফান্ড খোলা

কেশবপুরে পুলিশের অভিযানে আটক-

যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় চার জনকে আটক করেছে। থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বায়সা গ্রামের মৃত গণি মোড়লের ছেলে শহিদুল ইসলাম(৪২) ও আব্দুল ওয়াদুদ(৪৫), মেহেরপুর গ্রামের মোসলেম মোড়লের ছেলে বাবুল মোড়ল (৩৫) ও নেপাকাটি গ্রামের মৃত ওসমান মোড়লের ছেলে আব্দুস সাত্তার(৪০)কে আটক করেছে। থানার ওসি সহিদুল ইসলাম সহিদ জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রয়েছে। আটককৃতদের বুধবার দুপুরে আদালতে সোপর্দ হয়েছে।

কেশবপুরের পৌর মেয়রকে সম্বর্ধনা প্রদান

কেশবপুরে প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়লকেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার কেশবপুর শহরের প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলাধীন প্রাথমিক শিক্ষকবৃন্দ তাকে এ সংবর্ধনা দেন। এ উপলক্ষে হাড়িয়াঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর আলী ও সহকারি শিক্ষা অফিসার মিরাজুল আশরেকিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীন, শহিদুল ইসলাম, সুদেব কুমার দেবনাথ, নওশের আলী, আব্দুল হালিম, উৎপল রায় চৌধুরী প্রমুখ।

কেশবপুরে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান

কেশবপুর উপজেলা পরিষদের উদ্যোগে বুধবার উপজেলার ৫২টি মাদ্রাসার ১০৪ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমূল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করেন উপজেলা পরিষেদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষেদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা ও উপজেলা পরিষেদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। বক্তব্য রাখেন অধ্যাপক মশিউর রহমান, অধ্যক্ষ মাওলানা মহিউল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিল্লুল বারী, মাওলানা আব্দুল হালিম, মনজুর কাদের প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here