dhaka airportষ্টাফ রিপোর্টার :: ঢাকায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে উত্তর কোরীয় দূতাবাসের এক কর্মকর্তার কাছ থেকে ২৭ কেজি সোনা উদ্ধার হয়েছে।

দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি সন ইয়াং নামের লাগেজে এসব সোনা পাওয়া যায় বলে বিমানবন্দর কাস্টমসের যুগ্ম কমিশনার কাজী মো. জিয়াউদ্দিন জানান।

তিনি বলেন, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা আসেন উত্তর কোরিয়ার এই কূটনীতিক। তার লাগেজে ১৭০টির বেশি সোনার বার পাওয়া যায়।

এসব বারের ওজন ২৭ কেজির বেশি বলে জানান তিনি। অফিসিয়াল কাজে সিঙ্গাপুর গিয়েছিলেন বলে নাম দাবি করলেও তার কাছে এ সংক্রান্ত কোনো কাগজপত্র পাওয়া যায়নি বলে জানান কাস্টমস কর্মকর্তা জিয়াউদ্দিন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here