কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী বটতলা এলাকায় মঙ্গলবার দুপুরে বাস চাপায় পথচারী নারী- শিশু ও যাত্রী পরিবহন আলগামনের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আহতরা সবাই আলগামনের যাত্রী ছিলেন। নিহত তিনজনের মধ্যে একজন আলগামনযাত্রী কিশোর শহীদ (১৩)। সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুণ্ডি গ্রামের বাসিন্দা মিরুল ইসলামের ছেলে। অপর দু’জন অজ্ঞাতপরিচয় নারী (৩৫) ও শিশু (৭)। আহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন কুষ্টিয়া শহরের পেয়ারাতলার বাসিন্দা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরিফ হোসেন, জেলার মিরপুর উপজেলার সাতগাছী গ্রামের জাহিদ (৩৫) এবং মেহেরপুরের গাংনী উপজেলার আরোক আলীর ছেলে শিরণ (১৮)। ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা আধঘণ্টা কুষ্টিয়া-রাজবাড়ী সড়ক অবরোধ করে বেশ কয়েকটি বাস ভাংচুর করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারাধন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে একটি যাত্রীবাহী বাস (খুলনা ব-১০৪১) কুষ্টিয়া থেকে জেলার লাঙ্গলবাধ বাজারে যাওয়ার সময় লাহিনী বটতলায় বিপরীত দিকে আসা আলগামন ও পথচারীদের চাপা দেয়। হতাহতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের হস্তক্ষেপে জনতা অবরোধ তুলে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান এসআই। জনতা বাস, আলগামন ও এর চালককে আটক করলেও বাসের চালক পালিয়ে গেছে ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here