কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবি ও চোরাকারবারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় এক বিজিবি সদস্য অন্তত:পক্ষে ৫ জন আহত হয়েছে। এরমধ্যে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন বলে বিজিবি সূত্র জানিয়েছে। শনিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব ও বিজিবির মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় নাসির উদ্দিন নামে এক চোরাকারবারীকে  গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান জানিয়েছেন, কয়েকদিন আগে ভারত থেকে একটি মোটর সাইকেল ওই দেশের এক চোর বাংলাদেশে নিয়ে আসে। বিজিবি সদস্যরা  মোটর সাইকেলটি উদ্ধার করে শনিবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শনিবার সন্ধ্যায় জামালপুর গ্রামের বিজিবি’র সোর্স রবির বাড়িতে ওই গ্রামের চোরাকারবারী শাজাহানের নেতৃত্বে ১০-১২জন হামলা চালায়। খবর পেয়ে স্থানীয় জামালপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা রবির বাড়িতে উপস্থিত হলে বিজিবি সদস্যদের লক্ষ্য করে চোরাকারবারীরা ৪-৫ রাউন্ড গুলিবর্ষণ ও ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে বিজিবি সদস্যরা ২ রাউন্ড গুলি  ছোঁড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে চোরাকারবারী শাজাহান (৩০), সোনাভানু (২৯) ও ইটপাটকেলের আঘাতে বিজিবি’র সিপাহী মাজহারুল হক(৩০), মিনুয়ারা (২৫) আহত হন। গোলাগুলির শব্দে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিপুল সংখ্যক বিজিবি, দৌলতপুর থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

্উনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here