রাজনৈতিক বিবেচনায় নিয়োগ, পণ্য উত্তোলন করে কালোবাজারে বিক্রি, পণ্য উত্তোলন না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সারাদেশে টিসিবির ৯১ ডিলারের ডিলারশিপ বাতিল করা হয়েছে। একই অভিযোগে কুষ্টিয়ায়ও কয়েকজন ডিলারের ডিলারশিপ বাতিল করা হচ্ছে। সমপ্রতি সারাদেশের ডিলারদের কার্যক্রম পর্যালোচনা করে ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)। এছাড়া আরও ৮১ জন ডিলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়াসহ নানা কারণ দেখিয়ে নিজেরাই ডিলারশিপ প্রত্যাহার করে নিয়েছে। টিসিবি জানান, জেলা প্রশাসকদের মাধ্যমে মাঠপর্যায়ে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। টিসিবি ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম নূরুন্নবী বলেন, বিভিন্ন অনিয়মের কারণে ডিলারশিপ বাতিল করা হচ্ছে। তবে বাতিলের আগে অভিযুক্ত ডিলারদের কোন শোকজ নোটিশ দেয়া হয়নি। এমনকি কেন তারা পণ্য নেয়নি, সে ব্যাপারে কোন ব্যাখ্যাও চাওয়া হয়নি। অভিযুক্তদের অন্তত আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। ডিলারশিপ বাতিলের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া ডিলাররাই বিভিন্ন অনিয়মের সঙ্গে সমপৃক্ত রয়েছে। সারাদেশে টিসিবি ডিলারদের কার্যক্রম খতিয়ে দেখে এ ধরনের যাচাই-বাছাই এবং বাতিল প্রক্রিয়া আরও ২ মাস চলবে বলে জানা গেছে। টিসিবির সংশ্লিষ্ট সুত্র জানান, অন্তত ৫ বার পণ্য না নেয়াসহ জেলা প্রশাসকদের পাঠানো বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে মোট ৯১ জনের ডিলারশিপ বাতিল করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে ১০, ঢাকা বিভাগে ৩১, বরিশাল বিভাগে ২৫ ও সিলেট বিভাগে ১২ ডিলার রয়েছে। এছাড়াও কুষ্টিয়াসহ খুলনা বিভাগের ১৩ ডিলারের বিষয়ে বিশ্লেষণ চলছে। এসব ডিলারের জামানতও বাজেয়াপ্ত করা হয়েছে। ১৫ হাজার টাকা জামানত দিয়ে টিসিবির ডিলারশিপ নিয়েছিল এসব ডিলার। সে সময় নানান সমালোচনার মধ্য দিয়ে কুষ্টিয়া শহর এলাকায় মেসার্স সুরেকা এন্টারপ্রাইজ, মেসার্স আলম ট্রেডার্স ও মেসার্স ডাবু রহমান। সদর উপজেলা থেকে মেসার্স জিসা এন্টারপ্রাইজ, ভেড়ামারা উপজেলা থেকে মেসার্স মিলেনিয়াম এন্টারপ্রাইজ ও আতাউর রহমান আতা, মিরপুর উপজেলা থেকে মেসার্স ভাই ভাই ট্রেডার্স ও মেসার্স রাসেল ট্রেডার্স, দৌলতপুর উপজেলা থেকে মেসার্স ছাদেকুজ্জামান ও  নাহার বাণিজ্যালয়, কুমারখালী উপজেলা থেকে মেসার্স পি এম ট্রেডার্স ও মেসার্স দ্বীপ এন্টারপ্রাইজ, খোকসা উপজেলা থেকে মেসার্স সততা এন্টারপ্রাইজ ও মেসার্স শান্ত এন্টারপ্রাইজকে ডিলার নিয়োগ দেয়া হয়। সূত্র জানায়, টিসিবির মোট ডিলার সংখ্যা ছিল ২ হাজার ৯০০। সেখান থেকে ১৭২ ডিলারের ডিলারশিপ বাতিল ও প্রত্যাহার হওয়ায় মোট ডিলারের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭২৮। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর টিসিবিতে নতুন ডিলারশিপ নিয়োগ দেয়া শুরু হয়। অভিযোগ রয়েছে, টিসিবির ডিলার হিসেবে নিয়োগপ্রাপ্ত বেশিরভাগই রাজনৈতিক বিবেচনায় ডিলার হয়েছে। এমন কী বাণিজ্যমন্ত্রীর সুপারিশ নিয়েও অনেকে সরাসরি টিসিবির ডিলারশিপ নিয়েছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, তাদের অনেকে ব্যবসায়ী নয় বা নিয়মিত ব্যবসা করে না। অনেকের আবার কোন ব্যবসায় প্রতিষ্ঠান বা দোকান নেই পণ্য বিক্রি করার। ভুয়া ঠিকানা দিয়ে ডিলারশিপ নিয়ে তারা কালোবাজারে টিসিবির পণ্য বিক্রি করে দিত। এর ফলে ন্যায্যমূল্যে ভোক্তার কাছে টিসিবির পণ্য পৌঁছে দেয়ার উদ্দেশ্যে এসব ডিলারশিপ দেয়া হলেও গ্রামে-গঞ্জে এর কোন সুফল মিলেনি গত ৩ বছরে। টিসিবি ডিলারদের বিরুদ্ধে এ ধরনের অনিয়মের অভিযোগ ওঠায় সমপ্রতি ডিলারদের কার্যক্রম খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় টিসিবি। টিসিবি থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বলা হয়, পণ্য বিক্রির ক্ষেত্রে নানামুখী অভিযোগের পরিপ্রেক্ষিতে টিসিবি ডিলারদের যাচাই-বাছাই প্রয়োজন। ওই চিঠিতে টিসিবি ডিলারদের ব্যাপারে ৫ ধরনের তথ্য খতিয়ে দেখার জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে দায়িত্ব দেয়া হয়। স্থানীয় প্রশাসনে পাঠানো চিঠিতে টিসিবি ডিলারদের ব্যাপারে ছক কেটে যেসব তথ্য সংগ্রহ করতে বলা হয় সেগুলো ছিল ভোক্তার কাছ থেকে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা, টিসিবিতে ভোক্তা পর্যায়ে মূল্য সংবলিত লাল কাপড়ের ব্যানার আছে কি না, প্রতিষ্ঠানের নামের সাইনবোর্ডে টিসিবি নিয়োজিত ডিলার/ বিক্রয় প্রতিনিধি লেখা আছে কিনা, বিক্রয়কারীর এলাকায় চেনাজানা আছে কিনা এবং স্থানীয় জনসাধারণের মতামত গ্রহণ করা। টিসিবি সুত্র আরো জানান,  জেলা-উপজেলা প্রশাসন তদন্ত করেই ডিলারদের ব্যাপারে তথ্য পাঠাচ্ছে। এখনো সব জেলার তথ্য পাওয়া যায়নি। অন্তত আরও দেড় থেকে দুই মাস সময় প্রয়োজন। নির্দিষ্ট স্থানে যদি ডিলারের অস্তিত্ব না পাওয়া যায় তাহলে তাকে শাস্তি পেতেই হবে। কারণ সাধারণ মানুষের সহায়তার জন্যই ডিলার নিয়োগ করে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে সরকার।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here