ইউনাইটেড নিউজ ২৪ ডট কম

কুমিল্লা একটি কেন্দ্র থেকে

কুসিক নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল আটটায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। নির্বাচনে মেয়র পদে আটজন এবং ২৭ ওয়ার্ডে ২৮৭ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার এক লাখ ৬৯ হাজার ২৭৯ জন। ভোটকেন্দ্র ৬৫টি।

সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ চলছে। ভোট গণনাও হবে একই পদ্ধতিতে।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্র থেকে জানান, সেখানে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। এখানে মোট ভোটার তিন হাজার ৫৭৯ জন।

ইভিএমে ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করে সুমন দেব রায় নামের এক ভোটার বলেন, ‘ভালো লেগেছে। কারণ, সময় অনেক কম লেগেছে। ব্যালট পেপারে মার্কা চিহ্নিত করে তারপর কালি লাগিয়ে ভোট দেওয়ার মতো ঝামেলা নেই। কিন্তু গ্রামের ভোটাররা সমস্যায় পড়তে পারেন।’

এ কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আবুল বাশার বলেন, ‘ভোট দিতে সময় লাগে ২০-৩০ সেকেন্ড। ভোট দেওয়ার নিয়ম-কানুন টাঙিয়ে রাখা আছে।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here