রায়হান হোসাইন(পাভেল) রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলে গেস্ট কার্ড ও আবাসিকতার কার্ডসহ বিভিন্ন দাবীতে ভাঙ্‌চুর চালিয়েছে হলের আবাসিক ছাত্রীরা ।

মঙ্গলবার সকালের দিকে এই ভাঙ্‌চুর চালিয়েছে ছাত্রীরা ।

শিক্ষার্খীসুত্রে যানা যায়, দুই বছর আগে গেস্ট কার্ডের আবেদন জমা দিয়েছে ছাত্রীরা । কিন্তু দুই বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোন গেস্ট কার্য দেয়া হয়নি ।

এছাড়া গেস্টরুমে কার্ড ছাড়া অবস্থান করা শিক্ষার্থীদের মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয় ।

এবিষয়ে হল প্রভোস্টের কাছে বার বার বলা হলেও তিনি কোন পদক্ষেপ না নিয়ে উল্টো ছাত্রীদের সাথে খারাপ আচরন ও গনরুমে অবস্থানরত শিক্ষার্থীদের পুলিশ দিয়ে বের করে দেয়ার হুমকি দেন ।  প্রভোস্টের এমন আচরনে সোমবার রাতে হলে বিক্ষোভ করে ছাত্রীরা ।

এরপরও হল প্রভোস্টের কাছে থেকে কোন সারা না পাওয়ায় মঙ্গলবার সকালে ভাঙ্‌চুর চালায় ।

এবিষয়ে হল প্রভোস্ট প্রফেসর সাবরিনা নাজ জানান, গতকাল রাতে ছাত্রীরা হলে বিক্ষোভ করেছে । তবে ভাঙ্‌চুরের বিষয়ে আমি কিছু জানি না ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here