কায়রো: মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে কারাগারের প্রথম রাত হাসপাতালে কাটাতে হয়েছে।

মিশরের কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিসি নিউজ এবং রেডিও তেহরান বুধবার এ খবর  জানায়।

মুরসিকে গত সোমবার আদালতে হাজির করার পর দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী আলেকজান্দ্রিয়ার মরু অঞ্চলের সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত একটি কারাগারে স্থানান্তর করা হয়। গত জুলাই মাসে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে উৎখাতের পর এই প্রথম তাকে কোনো বেসামরিক কারাগারে পাঠানো হলো। এর আগে মুরসিকে গোপন সামরিক স্থাপনায় আটক রাখা হয়েছিল।

কারাগারে নিয়ে আসার পর ৬২ বছর বয়সী মুরসির রক্তচাপ এবং রক্তে ডায়াবেটিসের মাত্রা বেড়ে যাওয়ার কথা জানালে তাকে কারা হাসপাতালের একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক মিশরীয় কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন।

কক্ষটিতে  টিভি এবং আলাদা বাথরুম আছে বলে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এ ছাড়া, নিয়মিত মুরসির স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলেও দাবি করেছে ওই মন্ত্রণালয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here