আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত শিয়া মুসলমানদের একটি মাজারে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০জন নিহত হয়েছে৻

একই সময়ে দেশের উত্তরাঞ্চলীয় শহর মাজার-এ-শরীফে আরেকটি বোমা হামলায় চারজন নিহত হয়৻

সংবাদদাতারা বলছেন, আক্রমণের লক্ষ্যবস্তুগুলো দেখে এগুলোকে সাম্প্রদায়িক হামলা বলেই মনে হচ্ছে, যা আফগানিস্তানে খুবই বিরল৻

হামলাগুলো হয় এমন সময় যখন শিয়া মুসলমানরা তাদের পবিত্র দিন আশুরা পালন করছে৻

হামলাগুলো ঘটে প্রায় একই সময়ে, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে৻ খবর : বিবিসি

কাবুলে কোয়েনটিন সমারভিল বলছেন, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে৻

‘‘মেডিকেল কর্মীরা ঘটনাস্থলের দিকে ধাবিত হচ্ছিলেন আর সারা শহরে এ্যাম্বুলেন্সের সাইরেনের আওয়াজ শোনা যাচ্ছিলো‘‘, বলছেন কোয়েনটিন সমারভিল৻

তিনি বলছেন, দেখে মনে হচ্ছে সেগুলো শিয়া সম্প্রদায়কে লক্ষ্য করে সমন্বিতভাবে আক্রমণগুলো করা হয়েছে৻

‘‘এ‘রকম সাম্প্রদায়িক হামলা একটি অভূতপূর্ব ঘটনা‘‘, তিনি বলেন৻

আফগানিস্তানে শিয়া এবং সুন্নি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা থাকলেও পাকিস্তান বা ইরাকের মত সাম্প্রদায়িক সহিংসতা এই দেশে বিরল৻

বোমা বিস্ফোরণে প্রচুর লোক আহত হয়েছেন, এবং দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে অন্ততপক্ষে ৬৭জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে৻

পুলিশ বলছে তারা কাবুলে অন্য এক জায়গায় হামলার পরিকল্পনা প্রতিহত করেছে৻

মাজার-এ-শরীফে মসজিদের কাছে যে বোমাটি বিস্ফোরিত হয়, সেটি একটি সাইকেলের সাথে বাঁধা ছিলো, এবং কাবুলে হামলার কিছুক্ষণ পরেই বিস্ফোরণটি ঘটে৻

আশুরা পালনকারী একদল শিয়া মুসলমানকে নিয়ে একটি গাড়ির বহরকে লক্ষ্য করে বোমটি বিস্ফোরিত হয়ে বলে বলখ্‌ প্রদেশ পুলিশের উপ-প্রধান আব্দুল রউফ তাজ বার্তা সংস্থা এপিকে জানান৻

আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে জার্মানির বন-এ আন্তর্জাতিক সম্মেলন শুরু হবার একদিন পরেই এই হামলা চালানো হলো৻

গত মাসে আফগান সীমান্তে নেটোর বিমান হামলায় ২৪জন পাকিস্তানী সৈন্য নিহত হবার পর ইসলামাবাদ বন সম্মেলন বর্জন করছে৻

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here