কানাডায় নির্বাচনে জিতলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগমডেস্ক নিউজ :: কানাডার প্রাদেশিক নির্বাচনে এমপিপি পদে বিজয়ী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। অন্টারিওর প্রাদেশিক পরিষদ নির্বাচনে স্কারবারো সাউথওয়েস্ট আসন থেকে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর রাতেই ফল ঘোষণা করা হয়।

ডলি বেগম ভোট পেয়েছেন ১৬ হাজার ৯৪২ ভোট, যা তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বীর চেয়ে পাঁচ হাজার বেশি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টির গ্রে এলিস।

নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) হয়ে প্রার্থী ছিলেন ডলি। ডলির জন্ম বাংলাদেশের মৌলভীবাজার জেলায়। ১১ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে তিনি কানাডায় চলে যান।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here