qatar 2022নিউজ ডেস্ক :: আরবের গরম আবহাওয়ার কারণে ২০২২ ফিফা বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন ফিফার এক্সিকিউটিভ কমিটির সদস্য থিও জাওয়ানজিগার।

সাবেক জার্মান ফুটবল এসোসিয়েশনের এই প্রেসিডেন্ট আরো জানান, বিশ্বকাপে কাতার দর্শক-সমর্থকদের স্বাস্থ্যগত ব্যাপারে কোন রকম নিশ্চয়তা দেয়নি। যদিও দেশটির পরিকল্পনা অনুযায়ী খেলার সময় স্টেডিয়ামে শীতাতপ নিয়ন্ত্রনের ব্যবস্থা থাকবে।

জাওয়ানজিগার বলেন, ‘আমি ব্যক্তিগত ভাবে মনে করি, কাতার বিশ্বকাপ আয়োজন করতে পারবেনা। এই আবহাওয়ার মধ্যে বিশ্বকাপ আয়োজনে তারা এখন পর্যন্ত কোন দায়িত্ব নেয়নি।’

তিনি আরো বলেন, ‘আয়েজোনকারী দেশ বলেছে তারা মাঠের ভিতর শীতাতপ নিয়ন্ত্রনের ব্যবস্থা রাখবে। তবে বিশ্বকাপ শুধুমাত্র মাঠের ভিতরেই সীমাবদ্ধ না। সারা বিশ্ব থেকে সে সময় মানুষ কাতারে বেড়াতে আসবে। আর এই আবহাওয়ার কারণে তাদের জীবন অসহনীয় হতে পারে।’

এদিকে তার এই অভিমতের বিপরীতে আয়োজনকারী সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, এটি জাওয়ানজিগারের একটি ব্যক্তিগত মতামত মাত্র। তিনি তার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন। আমরা তার কথার উপর ভিত্তি করে কোন মন্তব্য করব না।’

এর আগে ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটার জানিয়েছিলেন, কাতারকে বিশ্বকাপ আয়োজনকারী দেশ হিসেবে বিবেচনা করা তাদের ভুল ছিল। ফিফা এখন চাচ্ছে এই আসরটি যেন শীতকালের দিকে নিয়ে যাওয়া হয়।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here