মুসা আহমেদ বখ্‌তপুরী, কাতার থেকে

কাতারে বাংলাদেশ দূতাবাসে সমপ্রতি মেশিন রিড্যাবল পাসপোর্ট পদ্ধতি চালু করেছে অনেক প্রতীক্ষার পর। বাংলাদেশের রাষ্ট্রদূত মুহম্মদ শাহাদাত হোসেন সনে’াষ প্রকাশ করে বলেন, বাংলাদেশ সরকার থেকে দেশ বিদেশে মেশিন রিড্যাবল পাসপোর্ট চালুর ঘোষণা দেবার পর থেকেই এখানে প্রবাসীরা নতুন এই পাসপোর্ট হাতে পাওয়ার জন্য প্রায় প্রতিদিন আমাদের সাথে যোগাযোগ করেছেন।

কিন’ পাসপোর্ট তৈরির কিছু কারিগরি সহযোগিতার প্রয়োজনীয়তা থাকায় সাথে সাথে আমরা প্রবাসীদের হাতে পাসপোর্ট দিতে পারিনি। এই পাসপোর্ট তৈরির স্পার্ট দ্বারা প্রশিক্ষণ নিয়ে দূতাবাসের সদস্যরা বর্তমানে অনায়েশেই পাসপোর্ট ইস্যু করতে পারছেন। এখন থেকে কাতারে অবস’ানরত বাংলাদেশের নাগরিকরা এই পাসপোর্ট পাবেন। তবে এক্ষেত্রে তাঁদের ন্যাশনাল আইডি থাকতে হবে।

পর্যায়ক্রমে পূর্বের হাতে লেখা সব পাসপোর্ট মেশিন রিড্যাবল পাসপোর্ট দ্বারা প্রতিস’াপিত করা হবে। বর্তমান সরকারের রিড্যাবল পাসপোর্ট ইস্যুও ডিজিটাল বাংলাদেশ গড়ার একটি অংশ। রাষ্ট্রদূত বরাবরে ন্যায় বিদেশে দেশের ভাবমুর্তি উজ্জ্বল করার জন্য দলমত নির্বিশেষে ্‌ঐক্যবদ্ধভাবে করার কাজ করার আহবান জানান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here