কলাপাড়ায় সাগর ঘেষে আধুনিক স্কুল কাম ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধনমিলন কর্মকার রাজু, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসর ইউনিয়নের বহুমুখি সুবিধা সংবলিত আধুনিক চরচাপলী সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম আশ্রয়কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৯এপ্রিল) দুপুরে যৌথভাবে ভবনের নাম ফলক উম্মোচনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেণ জার্মান দুতাবাস ঢাকা’র উপ-প্রধান উন্নয়ন সহায়ক মিস কারেন বুম্ল ও দক্ষিণ এশিয়া কে এফ ডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংক’র পরিচালক মিস. ক্যারোলিন।

প্রাথমিক বিদ্যালয় কাম আশ্রয়কেন্দ্র উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মো. হুমায়ুন কবির। প্রধান অতিথির বক্তব্য রাখেন জার্মান দুতাবাস ঢাকা’র উপ-প্রধান উন্নয়ন সহায়ক মিস কারেন বুম্ল।

বক্তব্য রাখেন দক্ষিণ এশিয়া কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংক পরিচালক মিস. ক্যারোলিন, স’ানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বরিশাল বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.এফ.এম.মুনিবুর রহমান, চরচাপলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুন্নবী প্রমুখ।

কোস্টাল ক্লাইমেট রিজিলিয়েন্ট ইনফ্রাস্টার প্রজেল্ট (সিসিআরআইপি) সহযোগিতায়,স’ানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ প্রকল্প বাস্তবায়ন করেণ। উপজেলার চরচাপলী সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম আশ্রয়কেন্দ্র উদ্বোধন শেষে গাছের চারা রোপন করেন জার্মান দুতাবাস ঢাকা’র উপ প্রধান উন্নয়ন সহায়ক মিস. কারেন বুম্লসহ অতিথিরা ।

আশ্রয়কেন্দ্রেটি নির্মাণের ফলে শিশুরা লেখাপড়ার জন্য আধুনিক ভবনসহ বঙ্গোপসাগর তীরবর্তী ১৫ গ্রামের ২০ হাজার মানুষের ঘুর্ণিঝড়কালীন নিরাপদে আশ্রয় নেয়ার সুবিধা পেল। এ আশ্রয়কেন্দ্র নির্মান হওয়ায় গোটা এলাকার মানুষ খুশি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here