মিলন কর্মকার রাজু কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে জামাই জাহিদুল ইসলাম (৩০) বিষ খেয়ে আত্মহত্যা করেছে। পটুয়াখালীর কলাপাড়ার লতাচাপলী ইউনিয়নের মিশ্রীপাড়া গ্রামে সোমবার সকালে এ ঘটনা ঘটেছে। তবে নিহতের পরিবারের অভিযোগ জাহিদ কে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে।

পুলিশ এ ঘটনায় নিহতের স্ত্রী সোনিয়া ও শ্বশুড় চাঁনমিয়া কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

জানাযায়, দীর্ঘ ৬ বছর আগে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের সুখডুগি গ্রামের সুলতান আহমেদ খানের ছেলে জাহিদুল ইসলানামের সাথে মিশ্রীপাড়া গ্রামের চাঁনমিয়ার মেয়ে সোনিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে সোনিয়া শ্বশুড় বাড়ি না আসায় দু’জনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

রোববার জাহিদুল স্ত্রী ও তার দুই বছরের মেয়ে সুলতানাকে আনতে শ্বশুড় বাড়ি যায়। কিন্তু সোনিয়া শ্বশুড় বাড়ি আসতে রাজি না হওয়ায় দু’জনের মধ্যে ঝগড়া হয়। এতে ক্ষুদ্ধ হয়ে জাহিদুল সোমবার সকালে বিষ খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে।

তাকে আশংকাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

কলাপাড়া থানার ওসি কেএম তারিকুল ইসলাম জানান, নিহতের পরিবারের দাবি জাহিদকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে।

এজন্য তার শ্বশুর ও স্ত্রীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here