সোহেল রানা, কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জের মৃর্ত্তিঙ্গা চা বাগানে ফেইসবুক খুলার কারিগড় কলেজ ছাত্র তীর্থ সারথী ঘোষ অপু। বাগানের সরল লোকজনের নামে বিভিন্ন মোবাইল ফোনের মাধ্যমে ফেইসবুক আইডি খুলে তাতে স্ট্যাটাসসহ নানা বক্তব্য আপলোড করে নিরীহদের হয়রানী করার অভিযোগ অপুর বিরুদ্ধে।

ফেইসবুক খুলার সময় কখনও আইডি ব্যবহারকারীর ছবি ব্যবহার করে থাকে অপু। এছাড়া বিভিন্ন ব্যক্তির নামে ফেইসবুক খুলে দেয়ার কাজ কওে বাগানে পরিচিতি লাভ করেছে ফেইসবুক খুলার কাড়িগড় হিসাবে। তবে ফেইসবুক একাউন্ড ব্যবহারকারী অধিকাংশ ব্যক্তিকে দেয়া হয় না পাসওয়ার্ড।

বিভিন্নজনকে ফেইসবুক খুলে দিলেও তাদেরকে ফেইসবুকের পাসওয়ার্ড দিত না অপু। যার ফলে ওইসব একাউন্ডে সে নিজেই ফেইসবুক পেইজে নানা বক্তব্য স্ট্যাটাস দিয়ে বিপদে ফেলছে বাগানের সহজ সরল নিরীহ লোকজনকে।

কেউ নিজের ফেইসবুকের পাসওয়ার্ড চাইলে তাদেরক নানা ভাবে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ রয়েছে।

এ প্রসঙ্গে আলাপকালে তীর্থ সারথী ঘোষ অপু বিভিন্নজনকে ফেইসবুক খুলে দেয়ার কথা স্বীকার করলেও ওইসব ফেইসবুক পেইজে স্ট্যাটাস করার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। এক প্রশ্নের জবাবে কলেজ ছাত্র অপু কোন মন্তব্য করতে রাজি হননি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here