চট্রগ্রাম : বিরোধী দলীয় জোটের হরতালের দ্বিতীয় দিন দুপুরে  চট্টগ্রামে খেলার সময় কুড়িয়ে পাওয়া হাতবোমা বিস্ফোরিত হয়ে দুই শিশু আহত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে নগরীর খুলশী থানার ঝাউতলা রেলওয়ে বস্তির কাছে এ ঘটনা ঘটে।

খুলশী থানার এসআই আনসারুল করিম বলেন, রাস্তার পাশে কুড়িয়ে পাওয়া ককটেলকে টেনিস বল ভেবে এর টেপ খুলতে গেলে বিস্ফোরণ ঘটে।

এতে সুরমা (১০) ও লালমিয়া (৯) আহত হয়। বোমার স্প্লিন্টারে সুরমার পা, গলা ও বুকে গুরুতর জখম হয়েছে। আর  বোমায় হাত ও পায়ে জখম হয়েছে লালমিয়া।

তাদের দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুরমা ঝাউতলা রেলওয়ে বস্তির মো. রতনের এবং লাল মিয়া ওই বস্তির বাসিন্দা আবদুল খালেকের ছেলে।  রতন ভাঙাড়ির কাজ করেন।

খুলশী থানার ওসি মায়নুল ইসলাম ভুইয়া বলেন, খেলার সময় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরিত হয়ে দুই শিশু আহত হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই আনসারুল করিম বলেন, রাস্তার পাশে পড়ে থাকা টেপে মোড়ানো ককটেলটি টেনিস বল ভেবে ওই দুই শিশু হাতে নিয়ে নেড়েচেড়ে দেখতে থাকে।

মোড়ানো টেপটি খুলতে গেলে এটি বিস্ফোরিত হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here