স্মার্টকার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছেন, গত বছরের ২ অক্টোবর থেকে স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে। এটি চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে আশা করা যায়। এই সময়ের মধ্যে ৯ কোটি ভোটার পর্যায়ক্রমে তাদের স্মার্টকার্ড পাবেন।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী একথা বলেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

তিনি বলেন, প্রথমে পর্যায়ে ঢাকা মহানগরীর ৮টি থানা নির্বাচন অফিস যথা রমনা, উত্তরা, ক্যান্টনমেন্ট, ধানমন্ডি, গুলশান, লালবাগ, সবুজবাগ ও কোতায়ালী এলাকায় এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় স্মার্টকার্ড বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, দ্বিতীয় পর্যায়ে দেশের অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় বিতরণ করা হবে। তৃতীয় পর্যায়ে ৬৪ জেলার সদর উপজেলা এবং চতুর্থ পর্যায়ে অবশিষ্ট সদর উপজেলা ব্যাতীত অবশিষ্ট সকল উপজেলায় স্মার্টকার্ড বিতরণ করার পরিকল্পনা রয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here