এয়ার ইন্ডিয়ার যাত্রীদের জন্য নিরামিষ খাবারডেস্ক নিউজ :: পয়লা জানুয়ারি থেকে এয়ার ইন্ডিয়ার ডোমেস্টিক ফ্লাইটে ‘ইকোনমি’ ক্লাসের যাত্রীদের নিরামিষ খাবার পরিবেশন করা হবে| চলতি মাসের ২৩ তারিখে এই সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশ্যে আসে|

যেখানে বলা হয়, নতুন বছর থেকে ইকোনমি ক্লাসের যাত্রীদের দুপুরে ও রাতে নিরামিষ খাবার পরিবেশন করা হবে| এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরেই দেশজুড়ে প্রবল সমালোচনার মুখে পড়েছে এয়ার ইন্ডিয়া|

চাপে পড়ে শনিবার ওই খবরের সত্যতা অস্বীকার করেছে এয়ার ইন্ডিয়া| তাদের দাবি, ৯০ মিনিটের নিচে যাত্রার সময়সীমার মধ্যে এতদিন যাত্রীদের শুধু ‘স্ন্যাকস’ সার্ভ করা হত| এখন সেই মেনু ‘আপগ্রেড’ করা হয়েছে| ‘স্ন্যাকস’-এর বদলে পরিবেশন করা হবে নিরামিষ খাবার|

অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের জুনিয়র মন্ত্রী মহেশ শর্মা জানিয়েছেন, মেনুতে কোনও রদবদল আনা হয়নি| বরং আপগ্রেড করা হয়েছে| আমিষ-নিরামিষ খাবার নিয়ে কোনওরকম বিতর্ক নেই| শীতকাল বলে আমরা গরমাগরম খাবার সার্ভ করছি|

তিনি আরও জানিয়েছেন, দূরপাল্লার বিমানযাত্রার সময় পরিবেশিত খাবারের মেনুতে কোনও পরিবর্তন আনা হয়নি| এয়ার ইন্ডিয়ার ওই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ| তাঁর ট্যুইট, “এয়ার ইন্ডিয়ার নিরামিষ খাবার পরিবেশনের যুক্তি খুঁজে পেতে আমায় পরিশ্রম করতে হচ্ছে|”

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here