ঢাকা: ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজন হত্যা মামলায় মিরপুর থানার এসআই জাহিদুর রহমান ও পুলিশের সোর্স নাসিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জাহিদ ও নাসিমকে সিএমএম আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি ইনস্পেক্টর নিবারণ চন্দ্র বর্মন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালত রিমান্ড শুনানি শেষে তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল বুধবার বিকেলে জাহিদকে গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ।
উল্লেখ্য, গত শনিবার রাতে ব্যবসায়ী সুজনকে তার ধানমণ্ডিস্থ শংকরের বাসা থেকে মিরপুর থানায় ধরে নিয়ে যান এসআই জাহিদ। এরপর স্ত্রী-সন্তানের সামনেই সুজনকে অমানুষিক নির্যাতন করে জাহিদ। পরে পুলিশের গাড়িতে করে নিয়ে অস্ত্র উদ্ধারে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন সুজন। সেখান থেকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এসআই জাহিদকে থানা থেকে প্রত্যাহার করে ঘটনার তদন্তে মিরপুর বিভাগের এডিসিকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করে পুলিশ।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here