গাইবান্ধার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় প্রধান সন্দেহভাজন হিসেবে ঢাকা থেকে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। আটকরা হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির (পশ্চিম) হাজি ইউনূসের ছেলে আশরাফুল ও তার সহযোগী জহিরুল ইসলাম। বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১ এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ।

তিনি জানান, বৃহস্পতিবার ভোররাতে ঢাকার বাড্ডা এলাকা থেকে ওই দুইজনকে গ্রেফতার করা হয়। তারা সাংসদ লিটন হত‌্যার ঘটনার ‘প্রধান সন্দেহভাজন’। দুইজনকে সুন্দরগঞ্জে পাঠানো হচ্ছে।

গত ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার শাহবাজ গ্রামে বাড়িতে ঢুকে গুলি করা হয় সাংসদ লিটনকে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ওই ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৪/৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

লিটন হত্যার ঘটনায় এর আগে দশজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ‌্যে আওয়ামী লীগ ও জামায়াত নেতারাও রয়েছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here