আ হ ম ফয়সল:

কৃষি ঋণ বিতরণের জন্য ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের সাথে বেসরকারী সংস্থা ডর্‌প এর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর ব্যাংকটির মিরপুর শাখায় ত্রিশ কোটি টাকা বিতরণের লক্ষ্য মাত্রায় এক কোটি টাকার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এনসিসি ব্যাংকের সাথে চুক্তি অনুযায়ী কৃষি ঋণ হিসেবে ডর্‌প তার শাখা অফিসের মাধ্যমে গ্রাহকদের মধ্যে এ ঋণের টাকা বিতরণ করবে।

এনসিসি ব্যাংকের পক্ষ থেকে সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এন্ড ম্যানেজার মোঃ তৈয়ব আলী খান ও ডর্‌প এর পক্ষে প্রতিষ্ঠাতা ও সেক্রেটারী জেনারেল এএইচএম নোমান চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যের মধ্যে এনসিসি ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এন্ড ডেপুটি ম্যানেজার মোঃ আকবর হোসেন, প্রিন্সিপাল অফিসার (ক্রেডিট) সেলিনা আক্তার, সিনিয়র এন্ড রিলেশনশিপ অফিসার মোঃ জামাল হোসেন, মোহসিনা আক্তার, মাহমুদা হোসেন এবং ডর্‌প এর উপদেষ্ঠা আজহার আলী তালুকদার, নির্বাহী কমিটির সহ-সভাপতি খন্দকার সাইদুর রহমান, নির্বাহী কমিটির সদস্য ডাঃ রাজিয়া বেগম, ফেরদৌস আরা বেগম, সৈয়দা সামছুন নাহার, মেশকাত উদ্দিন আহমেদ, ম্যানেজার অপারেশন (ক্রেডিট) শেখ নূরুল ইসলাম, একাউন্টস অফিসার (ক্রেডিট) মোঃ ওমর ফারুক উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here