এক বছরের মধ্যেই পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু সম্ভব হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের চৌধুরী। প্রধানমন্ত্রীর ঘোষণায় পদ্মা সেতুর কুয়াশা কাটবে বলেও মন্তব্য করেন তিনি।

দায়িত্ব নেয়ার পর শনিবার সকালে মাওয়ায় পদ্মা সেতু নির্মাণ প্রস্তুতি ও পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে গিয়ে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু বাস্তবায়নের কুয়াশা কেটে যাবে। অগ্রাধিকার ভিত্তিতে পদ্মা সেতু বাস্তবায়নের কাজ চলছে, আনুষ্ঠানিকতা বাকি মাত্র। প্রধানমন্ত্রী শিগগিরই এর আনুষ্ঠনিক ঘোষণা দেবেন।’

পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেতু নির্মাণের কারিগরি বিষয় নিয়ে বিশ্বব্যাংকের সাথে আলোচনা চলছে।

মাঝখানে কিছু জটিলতা দেখা দিলেও সংস্থাটির সাথে সরকারের সম্পর্কের অবনতি হয়নি বলেও দাবি করেন যোগাযোগমন্ত্রী।

এছাড়া পদ্মা সেতু নির্মাণের কাজে দীর্ঘসূত্রিতা এড়াতে দেশি-বিদেশি বেসরকারি কোম্পানিগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে তাদের অর্থায়ন স্থগিত করলে অনিশ্চয়তার মুখে পড়ে দেশের সর্ববৃহৎ এ নির্মাণ প্রকল্প। সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও সরকার তা অস্বীকার করে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here