ওবায়দুল কাদেরস্টাফ রিপোর্টার :: ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে দায়িত্বরত প্রকৌশলীদের ছুটি বাতিল করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার সকাল এগারোটায় জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রামোড়ে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে যানজট পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

তিনি বলেন, ‘ঈদ-উল-আজহায় ঘরমুখো মানুষের বাড়ী ফেরা স্বস্তিদায়ক করতে দায়িত্বরত প্রকৌশলীদের ছুটি বাতিল করা হয়েছে। বৃষ্টি-বাদলকে অজুহাত দেখিয়ে ঘরমুখো মানুষের যাত্রা বিঘিœত হবে, এটা আমি বলতে চাই না, এটা আমাদের লক্ষ্য নয়।’

তিনি বলেন, যেকোনো অবস্থায়, আমরা বৃষ্টি-বাদলের মধ্যেও আমাদের সড়ক ইউজ্যাবল রাখব, সচল রাখব, যানবহন চলাচলের উপযোগী রাখব। এটাই আমাদের সিদ্ধান্ত।’

গত ঈদে যেভাবে মানুষের ঘরমুখো যাত্রা স্বস্তির সঙ্গে সম্পন্ন করা গেছে, এবারও ঘরমুখো যাত্রা স্বস্তিদায়ক হবে জানিয়ে তিনি বলেন, ‘বর্ষাকালে বৃষ্টি তো হবেই। বৃষ্টিকে ভিলেন বানিয়ে, অজুহাত সৃষ্টি করে, রাস্তা যানবাহন চলাচলের অনুপযোগী থাকবে এটা হয় না।

‘বৃষ্টিরও ট্রিটমেন্ট আছে। যখন বৃষ্টি চলে, তখনও একটা ট্রিটমেন্ট আছে, রাস্তার তখনও ট্রিটমেন্ট করতে হবে। চিকিৎসা আছে, যখন যেই রোগ, সেই রোগের চিকিৎসা করতে হবে। হাইওয়ে পুলিশ তারা সবাই মাঠে থাকবে। এখন থেকেই তারা মাঠে অবস্থান নেবে।’

মন্ত্রী আরো বলেন, কোরবানি ঈদে একটা সমস্যা হচ্ছে পশুবাহী পরিবহন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এগুলোই সংকটের কারণ হয়ে দাঁড়ায়। কারণ এ গাড়িগুলো ধীর গতিতে চলে। এই ধীর গতির জন্য রাস্তায় টেল ব্রেক পড়ে বা যানবাহন তখন একটু স্লো হয়ে যায়। কারণ এ গাড়িগুলোর গতি খুব থাকে না।

অনেক সময় ফিটনেসবিহীন কিছু কিছু গাড়ি পশু বহন করে এবং এটাও একটা সমস্যা উল্রেখ করে কাদের বলেন, ‘এর জন্য আমরা সংশ্লিষ্ট সকলকে আগে ভাগে জানিয়ে দিয়েছি, পশুবাহী গাড়িগুলো যেন ফিটনেস থাকে। এগুলো যখন তখন যদি আটকে যায়, বন্ধ হয়ে যায়, তা হলে তো যান চলাচল বিঘিœত হবে এবং যানজটের কারণ হবে।’

এ সময় হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম, সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, তত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, সাসেক প্রকল্প পরিচালক দিলীপ কুমার গুহ, গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here