রাষ্ট্রপতি আবদুল হামিদ নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে নিবন্ধনকৃত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন।

১৬ ডিসেম্বরের পর এ বৈঠক শুরু হতে পারে বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সংবাদ সংস্থা বাসসকে এ কথা জানিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের নিয়োগ দেয়ার আগে সংবিধানের ১১৮ ধারা অনুযায়ী এ আলোচনা করবেন তিনি।

বর্তমান কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারি মাসে শেষ হবে। নতুন নির্বাচন কমিশনের অধীনে ২০১৯ সালের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এরআগে ২০১২ সালে রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর সার্চ কমিটির মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশন গঠন করেছিলেন।

বিএনপি মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন পুনর্গঠন সম্পর্কিত তাদের প্রস্তাব বঙ্গভবনে হস্তান্তর করেছে বলে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব মাহমুদুল হাসান বাসসকে জানান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here