blogger logo copy.jpg 1যারাই ব্লগারদের সাথে এই নৃশংস ঘটনা ঘটিয়েছে; তারা ধর্ম ব্যবসাকে পূঁজি কারী ব্যাংক ইসলামী ব্যাংকের সহযোগীতায় এই হত্যাযজ্ঞ চালাচ্ছে। কেননা, ব্লগারদের ধর্ম নিরপেক্ষ লেখার কারনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে এই ধর্ম ব্যবসায়ী ব্যাংকটি। সাথে সাথে তাদের সহযোগীতায় পরিচালিত জামাত-শিবির-জঙ্গীরাও ক্ষতিগ্রস্থ হচ্ছে। যে কারনে একের পর এক খুনের রাজনীতি চলছে। তাই অনতি বিলম্বে ইসলামী ব্যাংকে প্রশাসক নিয়োগ, জামাত-শিবির নিষিদ্ধ ও ব্লগার হত্যায় জড়িতদেরকে গ্রেফতার ও বিচার করা না হলে ব্লগারস ক্লাব সারাদেশে সহিংসতা বিরোধী কর্মসূচী পালন করবে বলে বিবৃতি দিয়েছেন বস্নগারস ক্লাবের আহবায়ক মোমিন মেহেদী।

ব্লগারস ক্লাবের দপ্তর সচিব নিলয় চন্দ্র প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে আরো বলা হয়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকারের শাসনামলে একের পর এক ব্লগার খুন হলেও সরকার তথাকথিত ব্লগারদেরকে নিরাপত্তা দিচ্ছেন; কিন্তু যারা প্রকৃত ব্লগার; তাদেরকে নিক্ষেপ করছেন নির্মমতার অন্ধকারে। যে কারনে আওয়ামী লীগের চাটুকারীতা বিরোধী ব্লগাররাই একের পর এক খুন হচ্ছে। এভাবে চলতে পারে না; একে তো তারা ইসলামী ব্যাংক-জামাত-শিবির-জঙ্গীদেরকে নিষিদ্ধ করার পরিবর্তে মদদ দিচ্ছে; তার উপর আবার প্রশাসনের নাকের ডগায় আমাদের ব্লগাররা খুন হচ্ছে।

এ ব্যাপারে কর্মসূচী দেয়ার লড়্গে প্রকৃত ব্লগারদেরকে নিয়ে আগামী ৩ নভেম্বর ঢাবির কলা ভবন চত্বরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here