ইসরাইলকে বয়কটের ঘোষনা দিলো নরওয়ের ট্রেড ইউনিয়নসায়ান তানভি :: ফিলিস্তিনিদের সাথে অন্যায্য আচরনের অভিযোগে ইসরাইলকে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং প্রাতিষ্ঠানিকভাবে বয়কটের ঘোষনা দিয়েছে নরওয়ের সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন। বিপরীতে তেল আবিব জানিয়েছে এর মাধ্যমে সংস্থাটি ইসরাইলের নিকৃষ্ট শত্রুর সাথে কাধে কাধ মিলিয়েছে।

দি নরওয়েজিয়ান কনফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন(এলও) শুক্রবার তাদের কংগ্রেসে সিদ্ধান্তটি ঘোষনা করে। কংগ্রেস হলো সংস্থাটির সর্বোচ্চ কর্তৃপক্ষ এবং প্রতি চার বছর পর তাদের মিটিং হয়ে থাকে।

তবে এটা এখনো পরিষ্কার না কিভাবে বয়কটের সিদ্ধান্তটি বাস্তবায়িত হবে।

এই বয়কট ফিলিস্তিনের স্বাধীন দেশের স্বীকৃতি লাভে, একইসাথে ফিলিস্তিনি ভূমিতে ইসরাইলি দখলদারিত্ব ও গাজা অবরোধের অবসানে সহায়ক হবে বলে বিবৃতিতে জানিয়েছে বানিজ্য সংস্থাটি।

সংস্থার সদস্যরা ১৯৭-১১৭ ভোটে সিদ্ধান্তটি পাস করে। যদিও কংগ্রেসের নেতা ক্রিশ্চিয়ান গাব্রিয়েলসন প্রস্তাবের বিপক্ষে ছিলেন। তবে পক্ষে ভোট দেয়া সদস্যরা বলেন, যথেষ্ট হয়েছে। ইসরাইলকে আর সুযোগ দেয়া যায় না। তারা ৫০ বছর ধরে ফিলিস্তিনি ভূমি দখল করে আছে। আলোচনা এখন পর্যন্ত কোন সমাধান এনে দিতে পারে নি।

তবে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোর্গে ব্রেন্দে সংস্থাটির ভোটের সমালোচনা করেছেন এবং বলেন নরওয়ে সরকার তীব্রভাবে এর বিরোধী।

সূত্র: আরটি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here