রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ‘‘গুরুতর ভুল পদক্ষেপ‘‘ হবে৻

সার্গে লাভরভ বলেছেন ইরানের উপর আক্রমন করলে যে প্রতিক্রিয়া হবে সেটা কল্পনা করা সম্ভব না৻

‘‘ক্ষেপণাস্ত্র অভিযান নয়, ইরানের পারমাণবিক সমস্যার একমাত্র সমাধান হচ্ছে কূটনীতি‘‘, মিঃ লাভরভ বলেন৻

ইরানের উপর আক্রমণ ক্রমশ: নিশ্চিত হচ্ছে বলে ইসরায়েলের রাষ্ট্রপতি শিমন পেরেস মন্তব্য করার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন৻

মিঃ পেরেস দৈনিক ‘ইসরায়েল হালম‘ পত্রিকার সাথে এক সাক্ষাৎকারে বলেন যে, এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে একটা ধারণ পরিস্কার হচ্ছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরীর কাছাকাছি চলে গেছে৻

‘‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা এখন যেকোন কূটনৈতিক পদক্ষেপের সম্ভাবনার থেকে বেশি‘‘, মিঃ পেরেস বলেন৻

ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, শিমন পেরেস ও বারাক ওবামা

এ‘সব ঘটনা ঘটছে এমন সময় যখন জাতিসংঘের পারমাণবিক নজরদারী সংস্থা ইন্টারন্যাশনাল এ্যাটমিক এনার্জি এজেন্সি বা আই এ ই এ ইরানের পারমানবিক কর্মকান্ড নিয়ে নতুন তথ্য প্রকাশের উদ্দ্যোগ নিয়েছে৻

ধারণা করা হচ্ছে, আইএইএ-র প্রতিবেদনে বলা হবে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরী করার ক্ষমতা অর্জন করছে৻

কূটনীতিকরা বলছেন, আইএইএ-র প্রতিবেদনে যে তথ্য-প্রমাণ থাকবে তা ইরানের পক্ষে অস্বীকার করা সম্ভব হবেনা ৻

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি বলেছেন, প্রতিবেদনের কথিত তথ্য-প্রমাণ সব বানোয়াট এবং তাঁর দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নানাবিধ কর্মকান্ডের অংশ৻

অনেক দেশের সরকার মনে করছে, এই প্রতিবেদনের তথ্য প্রমাণ করবে ইরান পারমানবিক অস্ত্র তৈরী করতে যাচ্ছে, যেকথা তেহরান কর্তৃপক্ষ সবসময় অস্বীকার করেছে৻

যে কারনেই হোকনা কেন, আন্তর্জাতিক মনযোগ আবার ফিরে এসেছে ইরানের পারমাণবিক কর্মকান্ডের উপর৻

বিভিন্ন খবরে বলা হচ্ছে, চলতি সপ্তাহে আইএইএ-র প্রতিবেদনে ইরানের পারমাণবিক কর্মসূচী নিয়ে নতুন তথ্য থাকবে, যা থেকে এই ধারণা আরো শক্তিশালী হবে যে, ইরান একটি পারমাণবিক অস্ত্র কর্মসূচী নিয়ে এগুচ্ছে৻

তেহরান এসব খবর বরাবরের মত এবারো উড়িয়ে দিয়েছে৻

বিভিন্ন মহলে বলা হচ্ছে, আইএইএ-র প্রতিবেদনে প্রমাণ আছে যে, ইরান এমন একটি বড় গুদাম ঘর তৈরী করেছে যেখানে ‘‘ইমপ্লোশন‘‘ ধরনের পারমাণবিক অস্ত্র পরীক্ষা করা যাবে৻

রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গে লাভরভ

তাদের প্রতিবেদনে পারমানবিক অস্ত্রের নকশা সংক্রান্ত অন্যান্য কর্মকান্ডের তথ্যও রয়েছে৻

তবে পশ্চিমা দেশগুলোর কর্মকর্তারা স্বীকার করছেন যে, ইরানের অস্ত্র কর্মসূচী সরাসরি বা সন্দেহাতীত ভাবে প্রমাণ করে, তেমন কোন তথ্য আইএইএ-র প্রতিবেদনে নেই৻

কিন্তু তা সত্ত্বেও, পশ্চিমা দেশগুলো এবং ইসরায়েল এই প্রতিবেদন ব্যবহার করে ইরানের উপর নিষেধাজ্ঞা আরো জোরদার করার চেষ্টা করবে৻

কিন্তু এর থেকে আরো বেশি কিছূ আছে কি?

ইসরায়েলে জোর গুজব চলছে, দেশের সরকার ইরানের উপর সামরিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে৻

শিমন পেরেসের মন্তব্য পরিস্থিতি আরো গরম করে তুলেছে৻

এ‘সব ঘটনার উপর মন্তব্য করার জন্য সার্গে লাভরভকে অনুরোধ করার পরই তিনি বলেছেন ইরানের উপর আক্রমণ গুরুতর ভুল হবে৻

এই সবই হয়তো কূটনৈতিক চাল এবং পাল্টা চাল৻

আইএইএ-র প্রতিবেদনে অনেক প্রশ্ন প্রশ্নই থেকে যেতে পারে, এবং ইরান কবে নাগাদ পারমাণবিক বোমা তৈরী করতে পারবে সে বিষয়ে গোয়েন্দাদের যোগ-বিয়োগে হয়তো কোন পরিবর্তন আসবে না৻

কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে একটি ইস্যূ হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচী আবার ফিরে এসেছে, তা নিয়ে কোন সন্দেহ নেই৻

সূত্র : বিবিসি

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here