ঢাকা :গতমাসে লেবাননের রাজধানীতে ইরানি দূতাবাসের সামনে বোমা হামলায় সৌদি আরবের যোগসূত্রতা রয়েছে বলে লেবাননের সশস্ত্র শিয়া রাজনৈতিক দল হিজবুল্লার নেতা হাসান নাসারাল্লাহ অভিযোগ করেছেন।

 মঙ্গলবার রাতে নাসারাল্লাহ লেবাননের ওটিভি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ওই হামলার সঙ্গে সৌদি গোয়েন্দা সংস্থা জড়িত।

দূতাবাসের সামনে ওই জোড়া আত্মঘাতী বোমা হামলায় ২৫ জন নিহত এবং ১৪০ জন আহন হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের সাংস্কৃতিক প্রতিনিধি শেখ ইব্রাহিম আনসারিও রয়েছেন। এই ঘটনার পর সুন্নি জিহাদি গোষ্ঠী আব্দুল্লাহ আজ্জাম বিগ্রেড দায়িত্ব স্বীকার করেছিল।

সিরিয়ার গৃহযুদ্ধে হিজবুল্লাহ ও এর পৃষ্ঠপোষক ইরান দেশটির শিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে অবস্থান নিয়েছে, অপরদিকে সুন্নি সৌদি আরব দেশটির সুন্নি বিদ্রোহীদের পক্ষ নিয়েছে।

সাক্ষাৎকারে নাসারাল্লাহ বলেন, আল কায়েদার সঙ্গে সম্পর্কিত গোষ্ঠী আব্দুল্লাহ আজ্জাম বিগ্রেডের একজন আমির আছেন এবং তিনি সৌদি নাগরিক।

তিনি বলেন, তিনি বিশ্বাস করেন গোষ্ঠীটির সঙ্গে সৌদি গোয়েন্দা সংস্থার সম্পর্ক আছে।

সূত্র : বিবিসি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here