ইন্টার্ন চিকিৎসকেরাস্টাফ রিপোর্টার :: ভাতা বাড়ানোর দাবিতে সরকারকে দুই সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। আজ সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তারা এই ঘোষণা দেন।

দাবি আদায়ে দেশের বিভিন্ন স্থানে হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকেরা আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।

কমপক্ষে ২০ হাজার টাকা ভাতার দাবিতে আন্দোলনরত ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন গতকাল শনিবার এ প্রতীকী কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেন।

এ ছাড়া কর্মসূচির অংশ হিসেবে রোববার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি সুব্রত নাগ বলেন, বেঁধে দেয়া সময়ের মধ্যে দাবি মানা না হলে প্রয়োজনে তারা লাগাতার ধর্মঘটে যাবেন।

ইন্টার্ন চিকিৎসকেরা বলছেন, ২০০৯ সাল থেকে তারা ১০ হাজার টাকা ভাতা পেয়ে আসছেন। বর্তমান বাজারে এত অল্প টাকায় তারা চলতে পারছেন না। তারা কমপক্ষে ২০ হাজার টাকা ভাতা দাবি করছেন।

এদিকে ভাতা বাড়ানোর দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here