জয়পুরহাট :  জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনে নিজ দলের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিপক্ষ জামায়াত-বিএনপি দলীয় প্রার্থীর পক্ষে ভোট করার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ ৭নেতা কে স্ব স্ব পদ থেকে অব্যহতি দিয়ে স্থায়ী বহিস্কারের সিদ্ধানত্ম  গ্রহণ করে তা কার্যকর ও অনুমোদনের জন্য জেলা কমিটিতে পাঠানো হয়েছে।

শুক্রবার সকালে আক্কেলপুর উপজেলা পরিষদ চত্বরের বটতলায় উপজেলা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহনে অনুষ্ঠিত সাধারন সভায়এ সিদ্ধানত্ম গ্রহণ শেষে দুপুরে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে উল্লেখিত সিদ্ধানেত্মর কথা ঘোষনার পর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহফুজ চৌধুরী অবসর স্বাক্ষরিত এ সংক্রানত্ম এক প্রেসনোট স্থানীয় সাংবাদিকদের নিকট প্রদান করা হয়।

তৃণমূল নেতাকর্মীদের ওই সাধারন সভায় সভাপতিত্ব করেন আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাদেকুর রহমান সাদেক যে ৭নেতার বিরুদ্ধে বহিস্কারের সিদ্ধানত্ম  গ্রহণ করা হয়েছে তারা হলেন- ওই উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী মাষ্টার, সহ সভাপতি হাফিজার রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম স্বাধীন,উপ-প্রচার সম্পাদক আশরাফুজ্জামান মিলন, মহিলা সদস্যা মাহফুজা সুলতানা মলি, সদস্য নাজিম উদ্দিন নাদিম ও সদস্য সেলিম মাহমুদ সজল।

ওই সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গত ১৫ মার্চ আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনের আ’লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দিপুর ইউপি চেয়ারম্যান গোলাম মাহফুজ চৌধুরী অবসর,পৌর আওয়ামী লীগের সভাপতি এনায়েতুর রহমান স্বপন আকন্দ,সাবেক সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হুদা হালাকু, যুগ্ম সম্পাদক মজিবর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার নবিবুর রহমান সহ পৌর এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ সহ অংগ সংগঠনের শতাধিক নেতা-কর্মীরা।

প্রসঙ্গত: উল্লেখ্য, আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনে  আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসর ৫হাজার ১শ’ ৮৬ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দি ১৯দল সমর্থিত বিএনপি দলীয় প্রার্থী কামরুজ্জামান কমলের নিকট পরাজিত হয়েছিলেন।

– এসএস মিঠু/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here