Mithulশকুনের দৃষ্টি 

আল-মাসুদ হক মিঠুল

 

ছাগল ছানা তিড়িংবিড়িং জাগছে খুশি দিলে

হরেক পাখি পতপতিয়ে উড়ছে আকাশ নীলে।

বছর ঘুরে আসলো ফিরে ষোলই ডিসেম্বর

এমনি করেই বীরের বেশে ফিরে আপন ঘর।

 

ভুলতে কি আর পারি মোরা অতীত দিনের কথা

জাগায় মনে মা হারানো ভাই হারানোর ব্যথা।

রক্তে কেনা বিজয় মোদের মুক্ত স্বাধীন চলি

ইচ্ছেমত ঘুরি ফিরি মনের কথা বলি।

 

বিজয় এলেও দৃষ্টি রাখো বীর সেনানীর দল

দগদগে সেই টাটকা স্মৃতি ঝরায় চোখের জল।

চিল শকুনের দৃষ্টি আজো যায়নি ছেড়ে দেশও

পাক হায়েনার দালাল গুলো ধরছে ভিন্ন বেশও।

 

ইমেইল:- a.mithul@yahoo.com

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here