পৌরাণিক দালালপৌরাণিক দালাল

-আল-মাসুদ হক মিঠুল

পৌরাণিকা দাললের খোঁজে,

পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্তে পৈশাচিক সভ্য দালাল।

বিম্বসার,

অভিসার,

মাঠ-ঘাট তেপান্তর,

মৃত্তিকার গর্ভে।

খুঁজে খুঁজে হন্যে,

পাওয়া যায় নাই ভয় ডরহীন পৌরাণিক দালাল।

হারানো প্রতিটি মূল্যবোধের জবাব দিহিতা……….

আকাশে বাতাসে ফেরারির মতো ঘুরে!

ক্লান্ত, শ্রান্ত-অভিসারে ছুটে চলা যুগল দ্বয়ের অভিশপ্ত রজনী।

সভ্য দালালের কারসাজি চুপিসারে নয়, উন্মাদ মত্ত হাসে।

সমাজের চারিপাশে শত শত দালালের অবাঞ্ছিত মুখ।

 

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here